কভিড-১৯ এর চিকিৎসায় রেমডিসিভিরকে অনুমোদন যুক্তরাষ্ট্রের

Published: 24 October 2020

পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কভিড-১৯ এর চিকিৎসায় রেমডিসিভিরকে অনুমোদন দিয়েছে।

২২ অক্টোবর নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করে এফডিএ।

খাদ্য ও ওষুধ প্রশাসন জানায়, হাসপাতালে প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের কভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে রেমডিসিভির ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে রোগীর ওজন হতে হবে ৪০ কেজি।

শুধু হাসপাতালে কিংবা সর্বোচ্চ পর্যায়ে সেবা দিতে সক্ষম এমন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রেমডিসিভির ব্যবহার করা যাবে।
রেমডিসিভিরই প্রথম ওষুধ যেটি কভিড-১৯ চিকিৎসায় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পেয়েছে।