পন্টিংকে নিয়ে বিদ্রুপ

Published: 11 January 2021

পোস্ট ডেস্ক : জয়ের জন্য সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের প্রয়োজন ছিল ৪০৭ রান।

১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪ শতাধিক রান টপকে জয়ের ঘটনা আছে মাত্র ৪টি। এদিকে ইনজুরিতে জর্জর ভারতীয় দলে নেই বিরাট কোহলি। সব মিলিয়ে অজিরা ধরেই নিয়েছিল, তারা নিশ্চিত জয় পেতে যাচ্ছে। কিন্তু ভারত তাদের এই ব্যাটিং লাইনআপ নিয়েই ম্যাচটাকে ড্র করে ফেলল! অসাধারণ ব্যাটিং করেছেন ঋষভ পন্থ, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা।

সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী রিকি পন্টিংয়ের কাছে জানতে চেয়েছিলেন যে, ভারতের সামনে শেষ ইনিংসে কত রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ঘোষণা করা ঠিক হবে?জবাবে পন্টিং জানান যে, অস্ট্রেলিয়ার লিড ইতিমধ্যে ৩১০। তিনি মনে করছেন না যে, ভারত সিডনি টেস্টের শেষ ইনিংসে ২০০ রান তুলতে পারবে। এবার ম্যাচ ড্র হওয়ার পর জয়ের আনন্দ নিয়ে পন্টিংকে বিদ্রুপ করছেন ভারতীয়রা।

সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ পন্টিংয়ের একটি ছবি টুইট করেছেন। যাতে দেখা যাচ্ছে তার মুখের দিকে তাকিয়ে আছেন ঋষভ পন্থ। এরপর আরও দুটি মিম পোস্ট করে তিনি লিখেছেন, ‘দুটি ছবি মিলে একটি টেস্ট ম্যাচ হয়ে গেছে।’ পন্টিংকে বিদ্রুপ করতে ছাড়েননি সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর। টুইটারে লিখেছেন, ‘পন্টিংয়ের উচিত ছিল টুইটটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই মুছে ফেলা। কারণ সেটা সঠিক সময় ছিল টুইট মোছার।’