যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সভাপতি খাইরুল আর নেই

Published: 15 January 2021

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি ও কমিউনিটি নেতা খাইরুল ইসলাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন),

তিনি শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিন ইউনিয়নের দক্ষিন কানিশাইল বাড়ীতে ইন্তেকাল করেন।
এদিকে যুবদলের এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’খাইরুল ইসলামের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীর ভাবে শোকাহত ও মর্মাহত । মরহুম খাইরুল ইসলাম সকলের কাছে একজন সজ্জন, সাহসী, বিনয়ী ও ত্যাগী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর এবং নিজেকে সর্বদা কমিউনিটির সেবায় নিয়োজিত রেখেছিলেন । তার মৃত্যুতে আমরা দলের একজন ত্যাগী নেতাকে হারালাম’’।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং যুক্তরাজ্য যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম খাইরুল ইসলাম যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান । বিজ্ঞপ্তি