যুক্তরাজ্যে একদিনে ১৮২০ মৃত্যু

Published: 20 January 2021

পোস্ট রিপোর্ট : থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল।

দিনের সাথে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। আক্রান্তের সংখ্যাও কমছে না। প্রতি ৩০ সেকেন্ডে একজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। উদ্বেগ উৎকন্ঠা আর আতংক লেগেই আছে পরিবারগুলোতে।
বুধবার যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে । ওই দিন যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮শ’২০ জন। ব্রিটিশ সরকার এই মৃত্যুকে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু বলে দাবী করেছে।
বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ১,৮২০ জনের মৃত্যুকে ২৮ দিনের মধ্যে এক দিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু বলে রেকর্ড করা হয়েছে।
করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনেই ইউকেতে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে বুধবার। তা মঙ্গলবারের চেয়ে ২১০ জন বেশি। মঙ্গলবার মৃত্যু রেকর্ড করা হয়েছিল ১ হাজার ৬শ’ ১০ জন। মহামারী শুরু হওয়ার থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে মোট ৯৩ হাজার ২শ’৯০ জন মারা গেছেন।