ভুলবেনা ভোরের পাখি

Published: 23 December 2021

– শফি আহমেদ

সুজন তুমি থেমনা –
কখনো যদি এমন দেখ সামনে
উপরে খাড়া অধরা অম্লান শশী
নিম্নে মাটি ঢাকা কারো গোর, কারো অধর
এক কালে চন্দ্রখেলায় য হতো মুখর!

এঁকে দিও এক ফালি চাঁদনী
মৃদু লীলায়িত শত দলে
ঐ তারা জ্বলা আকাশে।

সারা জীবনে ও পারিনি
যে নাম মুখ ফুটে বলিতে
আমি পারিনি যে নাম
প্রথম আলোয় লিখিতে।

আমি মরিলে ও সে নাম
ভুলবেনা ভোরের পাখি!
ঐ নাম চিরঅম্লান গোলাপী
খুলতে না খুলতে রোদেলা আঁখি
দেখবে সাত সকালে ফুটে রোদসী।