লিভারপুলের রেকর্ডে ভাগ বসাল সিটি

Published: 26 April 2021

পোস্ট ডেস্ক : টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে টানা চতুর্থবারের মতো কারাবাও কাপ জিতেছে ম্যানচেস্টার সিটি।

রবিবারের ফাইনালে স্পারদেরকে ১-০ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। একই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৮বার এই ট্রফি জেতার রেকর্ডে ভাগ বসাল ম্যানসিটি। ৮ বার এই শিরোপা জয়ের কৃতিত্ব আছে লিভারপুলেরও।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে সীমিত পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত সিটি। তবে সহজ সুযোগটা হাতছাড়া করেন ফোডেন। ১১তম মিনিটে কর্নার কিক ক্রসবারে লেগে আবারও গোলবঞ্চিত হয় গার্দিওলা শিষ্যরা। গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা হলেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। অবশেষে ৮২তম মিনিটে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় শিরোপা জিতে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।