মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ- ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র মূখপাত্র কর্তৃক রাসুল (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ও রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবীতে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের বাইপাস মোড় চত্তরে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সকল পেশার মানুষ অংশগ্রহন করেন। মিছিল শেষে বাইপাস মোড় চত্তওে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সহ-সভপতি মাওলানা আল-আমিন দোহারী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা ক্বারী মো. বেলাছেু হোসেন, ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আল-আমিন, উপজেলা ইসলামি আন্দোলনের সহ-সভাপতি ক্বারী তাওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আলহাদী প্রমূখ।