অপু আউট মাহি ইন
চুক্তিবদ্ধ হওয়ার দু’দিনের মাথায় নতুন ছবি ‘আশীর্বাদ’ থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার ভূমিকায় তার অভিনয় করার কথা ছিল। কিন্তু সরে যাওয়ার কারণে এবার অন্যকে নিয়ে ছবির কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক।
সেই চরিত্রে এবার অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এরই মধ্যে দু’জনই চুক্তিবদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক।
তিনি বলেন, ‘ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অপু বিশ্বাসের অভিনয় করার কথা ছিল। তার সঙ্গে আমাদের চুক্তিও হয়েছিল। কিন্তু অপু সরে যাওয়ার কারণে আমরা নতুন করে মাহিকে নিয়েছি। অপু যে চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেখানে এখন মাহি অভিনয় করবেন।’
মানিক আরও বলেন, ‘আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু করতে পারব। আপাতত ছবির কেন্দ্রীয় চরিত্র মাহি আর ওর বিপরীতে রোশানের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। বাকি শিল্পীদের খুব শিগগির পরিচয় করিয়ে দেওয়া হবে।’
ছবির নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘মানিক ভাইয়া অনেক গুণী একজন পরিচালক। “আশীর্বাদ”র গল্পটি অনেক সুন্দর। তাছাড়া রোশানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ হতে চলেছে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
‘আশীর্বাদ’ যৌথভাবে প্রযোজনা করছে জেনিফার ফেরদৌস। পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্যের কাজও করেছেন তিনি। আর সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।