তামান্নার ঘরে করোনার হানা
করোনায় আক্রান্ত হয়েছেন ‘বাহুবলী’ নায়িকা তামান্না ভাটিয়ার বাবা-মা। ইনস্টাগ্রাম পোস্টে বাবা-মা’র কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তামান্না। যদিও নায়িকা এবং তাঁর স্টাফেদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
তামান্না লেখেন, ‘আমার বাবা,মায়ের মধ্যে করোনার সামান্য উপসর্গ ছিল এই সপ্তাহে, সেই কারণে সতর্কতা স্বরূপ বাড়ির সকলে করোনা পরীক্ষা করাই। রেজাল্ট এসে গিয়েছে, এবং দুর্ভাগ্যবশত আমার বাবা-মা’র রিপোর্ট পজিটিভ।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছি ও করোনা সংক্রান্ত সব নির্দেশিকা মানা হচ্ছে’। তামান্না জানান, তাঁর এবং বাড়ির সমস্ত স্টাফেদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি তাঁর বাবা-মা’র দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন এবং আশ্বস্ত করেছেন চিন্তার কোনও কারণ নেই।