নৌকাটি ডুবে গেল উত্তাল যমুনায়

Published: 4 October 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা : বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে কাঠবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে নৌকা ডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার দুপুরের দিকে উপজেলার ভান্ডরবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করে বলেন, নৌকার মালিক স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ নৌকাটি উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন।

জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নিউসারিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের আয়ের একমাত্র অবলম্বন নৌকাটি। তিনি দীর্ঘদিন ধরে যমুনা নদীতে নৌকা বেয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের ন্যায় শনিবার সন্ধ্যার দিকে যমুনা নদীর নিউসারিয়াকান্দি চর থেকে নৌকাতে কাঠবোঝাই দেন। সেখান থেকে স্থানীয় ঢেকুরিয়া যমুনা নদীর ঘাটের উদ্দ্যেশে রওনা হন।

কিন্ত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীতে প্রচণ্ড স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। কাঠবোঝাই নৌকাটি ঢেকুরিয়া ঘাটের অদুরে পৌঁছলে প্রবল স্রোতের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নৌকাটি ডুবে গেলেও চালক ও তার সহযোগীরা সাঁতার কেটে নদীর কূলে উঠে আসেন। নদীতে নৌকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মালিক।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, যমুনা নদীতে নৌকা ডুবে যাওয়ার ঘটনাটি আমাদের কেউ অবগত করেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি।