আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আরো ৪০ আর্মেনীয় সেনা নিহত

Published: 7 October 2020

পোস্ট ডেস্ক : আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে মঙ্গলবার আরো ৪০ জন আর্মেনীয় সেনা নিহত হয়েছেন।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধের দশম দিনে মঙ্গলবার আরো ৪০ জন আর্মেনীয় সেনা নিহত হয়েছেন।

এ নিয়ে এই যুদ্ধে আর্মেনীয় সেনাদের মৃতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে।

বুধবার নাগোরনো-কারাবাখ অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এমনটি জানিয়েছে ।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের।

 

১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।