বাংলাদেশ-ফ্রান্স সামরিক সহযোগিতা নিয়ে সেমিনার
বিশেষ সংবাদদাতা, ঢাকা : প্রথমবারের মতো ফরাসী সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ আর্মড ফোর্সেস ওয়ার কোর্স মেম্বারদের জন্য একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ, ফরাসী সশস্ত্র বাহিনী এবং ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে ফরাসী সশস্ত্র বাহিনীর মেজর রাফহেল পেসন্ট , ফরাসী শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ড. গুলিয়াম লেস্কনজারেইজ, ডিজিআরআইএস এর কর্মকর্তা জুলিয়েট লয়েশ, অপারশেন প্লানিং, অপরাশেন ওভার লোড এবং ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজির উপর বক্তব্য উপস্থাপন করেন ।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ , ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম, ঢাকাস্থ ফরাসী দূতাবাসের হেড অব মিশন ফ্রাংক গ্রুয়েটজমাচির টেকোর, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন।
সেমিনারে ফ্রান্সের প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে বিগত ১৬ মাসে বাংলাদেশ ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতার একটি চিত্র তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. হাকিমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে ভবিষ্যতে দু’দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে উল্লেখ করেন বক্তারা ।