বাংলাদেশ ভারতের মধ্যে সব সময় বিশেষ অংশীদার ছিল ভারতের নতুন হাইকমিশনার
বিশেষ সংবাদদাতা, ঢাকা : বাংলাদেশ ভারতের মধ্যে সব সময় বিশেষ অংশীদার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে নিকটতম সম্পর্কেরও পরিচর্যা করা প্রয়োজন। ভারত সরকার ঢাকায় নিযুক্ত নতুন হাইকমিশনারকে সেই নির্দেশই দিয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পরিচয়পত্র দিয়ে গুলশানের ভারত ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ঢাকায় নব নিযুক্ত হাইকমিশনার বিক্রম দুরাই স্বামী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং তার মেয়াদে প্রধান লক্ষ্য হবে দু’দেশের মধ্যে ‘কানেকটিভিটি’ জনগণের সঙ্গে জনগণের আরও সুসম্পর্ক বৃদ্ধি করা।