মেসি কতটা ব্যথা অনুভব করেছে আমি জানি: সুয়ারেজ

Published: 9 October 2020

পোস্ট ডেস্ক : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই মৌসুমে বার্সেলোনা ছেড়েছেন লুইস সুয়ারেজ। অন্যভাবে বললে, নতুন ক্লাব খুঁজতে বাধ্যই হয়েছেন তিনি। তবে ক্লাবে ছয় বছর একসঙ্গে চলার পর বন্ধুর এমন বিদায় মেনে নিতে পারেননি লিওনেল মেসি। দুঃখ-কষ্ট এক করে বার্সার প্রতি তীব্র ক্ষোভ ঝরেছিল তার মন থেকে। মেসির সঙ্গে একমত হয়ে সুয়ারেজও বললেন, সাবেক ক্লাবের কাছ থেকে আরও ভালো ব্যবহার প্রাপ্য ছিল তার।

বৃহস্পতিবার চিলির বিপক্ষে ২-১ গোলে বাছাইপর্বের ম্যাচ জিতে উরুগুয়ের এই স্ট্রাইকার বলেছেন, ‘মেসির এসব কথা শুনে আমি আশ্চর্য হইনি। কারণ আমি তাকে খুব ভালো করে চিনি। সে কতটা ব্যথা অনুভব করেছে আমি জানি, আমারও একই ব্যথা অনুভূত হয়েছে।’

সুয়ারেজ আরও বলেছেন, ‘তার মনে হয়েছে, ফর্মের কারণে তারা আমাকে ক্লাব থেকে ছুড়ে ফেলেছে। আমার সঙ্গে আরও ভালো আচরণ করতে পারতো তারা। ছয় বছরের লম্বা সময় এবং এটা তাকেও বিরক্ত করেছে। আমি তাকে একজন বন্ধু হিসেবে দেখি এবং সে জানে আমরা কতটা ভুগেছি।’
বার্সায় শেষ কয়েকটা দিন খুব অস্বস্তিতে ছিলেন উরুগুয়ান স্ট্রাইকার, ‘আমার পরিবার আমাকে খুশি দেখতে চেয়েছিল। বার্সেলোনায় কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল, যেমন ম্যাচের জন্য আপনি পরিকল্পনায় নেই দেখে আপনাকে আলাদাভাবে ট্রেনিং করতে হবে। এসব কিছু আমাকে খুব কষ্ট দিয়েছে এবং আমার পরিবারও সেটা বুঝতে পেরেছিল। তাই তারা আমাকে সুযোগ নিতে উৎসাহ দিয়েছিল। যখন আতলেতিকো আমাকে চাইলো, তখন আমি এক মুহূর্তও আর ভাবিনি। অবশ্যই আমাকে ভিন্ন কিছুর সঙ্গে অভ্যস্ত হতে হবে। কিন্তু আতলেতিকোতে আমি খুব সুখে আছি।’