হামহাম জলপপ্রপাতে পর্যটকদের ভিড়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সরকারি আদেশে আনুষ্ঠানিকভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক পর্যটন স্পর্টগুলো বন্ধ রয়েছে দীর্ঘ ৫ মাস ধরে। সেই সময়ে করোনায় ভয়ে পর্যটকরা বের না হলেও ঈদের পর থেকে মানুষজন করোনাকে উপেক্ষা করে মৌলভীবাজারে কমলগঞ্জে পর্যটন স্পর্টগুলোতে ভিড় করছেন।
লাউয়াছড়ায় প্রবেশ বন্ধ থাকা সবাই ভিড় করছেন চা বাগান এলাকায়। তবে ইদানিং হামহাম জলপ্রপাতের পর্যটকদের ভিড় বেড়েছে। দলে দলে তরুণ-তরুণীরা হামহামে ঘুরতে আসছেন। বিশেষ করে শুক্রবার ও শনিবার শত শত পর্যটকদের আগমন ঘটে এখানে।
কথা হয় মৌলভীবাজার থেকে আসা পর্যটক সৈয়দ জামাল হোসেনের সাথে। তিনি জানান, তিনি করোনায় বের হননি। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। তাই টিম করে বেড়াতে এসেছেন।
দেখা যায়, পাহাড় জঙ্গল অতিক্রম করে পর্যটকরা ছুটছেন হামহাম ঝরনায়। যাতায়াত সহজ হলে আরো পর্যটকরা আসতেন বলেন স্থানীয় গাইড জমির আলী জানালেন। তিনি জানান, করোনার প্রথম ৫ মাস কোনো পর্যটক ছিল না। ঈদের পর পরই পর্যটকদের আগমন বাড়তে থাকে।
স্থানীয় কুরমা বনবিট কমর্কতা আজিজুর রহমান বলেন, ইদানিং হামহাম ঝরনা দেখতে প্রচুর পর্যটক আসছেন। দিন দিন বাড়ছে সংখ্যা।
এদিকে মাধবপুর লেইকে প্রবেশের অনুমতি না থাকায় পর্যটকরা সারি সারি চা বাগানের ভিতরে সময় কাটতে দেখা যায়।