আইপিএল থেকে ছিটকে গেলেন ইশান্ত
পোস্ট ডেস্ক : আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা। পাঁজরের চোটের জন্য তাঁকে আর পাবে না দিল্লি ক্যাপিটালস। একটি মাত্র ম্যাচ খেলেই শেষ হয়ে গেল দিল্লি পেসারের এবারের আইপিএল সফর। ৭ অক্টোবর প্র্যাকটিসের সময়ে তাঁর পাঁজরের বাঁ দিকে চোট লাগে বলে জানা গেছে।
ইতিমধ্যেই আইপিএল থেকে আঙুলের চোটের জন্য ছিটকে গিয়েছেন অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র। এ বার তারা হারালেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসারকে। চোটের জন্য এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ঋষভ পন্থকে। পরবর্তী কয়েকটি ম্যাচে পন্থকে ছাড়া নামতে হবে দিল্লিকে।