ডি ভিলিয়ার্সের আগুন ব্যাটিংএ কলকাতা তছনছ

Published: 14 October 2020

পোস্ট ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার সাবেক ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের আগুন ঝরানো ব্যাটিংএর সামনে তছনছ হয়ে গেল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।


গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ২৮তম ম্যাচে ডি ভিলিয়ার্সের ৩৩ বলে অপরাজিত ৭৩ রানে ব্যাঙ্গালুরু ৮২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতাকে।

শারজাহতে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৯৪ রান করে ব্যাঙ্গালুরু। চার নম্বরে নামা ডি ভিলিয়ার্স ছক্কা মেরে ২৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫টি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংস সাজান ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে ৪৭ বলে অনবদ্য ১শ রানের জুটি গড়েন ডি ভিলিয়ার্স ও অধিনায়ক বিরাট কোহলি।

কোহলি ২৮ বলে অপরাজিত ৩৩, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৩৭ বলে ৪৭ ও দেভদূত পাডিক্কাল ২৩ বলে ৩২ রান করেন।

১৯৫ রানের বড় টার্গেটে ব্যাঙ্গালুরু বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে কলকাতার ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ম্যাচ হারে কলকাতা। ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মরিস ও স্পিনার ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স।