ডে কেয়ার সেন্টার সমুহের ফান্ডিং কাট বন্ধ করে সাপোর্ট ওয়ার্কারদের চাকুরি বহাল রাখার দাবী

Published: 14 October 2020

“কোভিড ১৯” মহামারীতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার লার্নিং ডিজেবল ও বয়স্ক ভলনারেবল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সেবা প্রদানকারী ডে সেন্টার সমুহের ফান্ড কর্তন অব্যাহত রেখেছে। ফলে আর্থিক সংকটের মুখে ডে সেন্টার গুলো তাদের সাপোর্ট ওয়ার্কারদের রিটার্নদেন্সী প্রদান শুরু  করেছে।

কমিউনিটির কঠিন ও সংকটময় এই সময়ে কাউন্সিলের এই হঠকারী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশন লন্ডন এক বিবৃতি প্রদান করেছে। এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল হোসেন ও সেক্রেটারি কামাল হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে সকল ধরনের ফান্ডিং কাট বন্ধ করে ব্লক ফান্ডিং অব্যাহত রাখার জোর দাবি জানান। তারা এই দুঃসময়ে সাপোর্ট ওয়ার্কারদের রিটার্নডেন্সী প্রদানের প্রক্রিয়া বন্ধের আহ্বান জানান ডে কেয়ার প্রভাইডারদের প্রতি। নেতৃবৃন্দ এই সংকটময় সময়ে অযৌক্তিক ফান্ডিং কাট বন্ধ ও সাপোর্ট ওয়ার্কারদের চাকুরি পুনর্বহালের দাবি জানান। অন্যথায় সর্বস্তরের কেয়ার ওয়ার্কারদের সাথে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য গত মার্চ থেকে করোনা পেন্ডামিকের কারনে সেন্টার সমুহ সরকারি নির্দেশে বন্ধ রয়েছে। গত ৭ সেপ্টেম্বর থেকে ২০ শতাংশ ফান্ডিং কর্তন করলে সেন্টার গুলো আর্থিক সংকটে পড়ে তাদের ওয়ার্কারদের রিটার্নডেন্সী প্রক্রিয়া শুরু করে। কেয়ারার্স এসোসিয়েশন মনে করে এ কর্তন প্রক্রিয়া বন্ধ না হলে কমিউনিটির ভলনারেবলরা অবহেলিত হবার পাশাপাশি ডে সেন্টার গুলো বন্ধ হয়ে যাবে চাকুরি হারাবে শত শত মানুষ। (প্রেস বিজ্ঞপ্তি)