শর্ষের ভেতর ভূত!
বিশেষ সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজছাত্রীকে তাঁর নিজ ঘরে সোমবার সন্ধ্যায় ধর্ষণ করলেন বাম ছাত্রসংগঠনের পক্ষে ঢাকার শাহবাগে ধর্ষণবিরোধী আন্দোলনকারী তিতুমীর কলেজের ছাত্র সাজ্জাদ গাজী।
তাঁর বিরুদ্ধে ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার রাতে আগৈলঝাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন। ধর্ষক সাজ্জাদ গাজীকে গ্রেপ্তার করে মঙ্গলবার বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। সাজ্জাদ গাজী আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ গাজীর ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ গাজীর ছেলে সাজ্জাদ গাজীর সঙ্গে ছয় মাস আগে একই এলাকার এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন সাজ্জাদ গাজী। সর্বশেষ সোমবার সন্ধ্যায় সাজ্জাদ গাজী ছাত্রীর ঘরে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে তার মা বাইর থেকে এসে মেয়েকে উদ্ধার করেন। এলাকাবাসী এসে ধর্ষক সাজ্জাদ গাজীকে আটক করে থানা পুলিশে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম সরোয়ার সাংবাদিকদের জানান, সাজ্জাদ গাজী নামে এক ছেলে একই এলাকার কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। সোমবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষককের বিরুদ্ধে মামলা করেছেন। ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।