হবিগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের সাথে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মীরনগর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, একটি মোটরসাইকেলযোগে ৩ আরোহী মহাসড়কের জগদীশপুর থেকে মাধবপুর সদরের দিকে যাচ্ছিল।
এ সময় মীরনগর নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলার গেইটঘর শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া ও সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান নিহত হন। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুড়ছে যায়।