আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Published: 1 November 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা : কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব শত্রুতার জের ধরে মনসুর আলী (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তিনি উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মনসুর আলী ওই ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্রামের মৃত ইছব আলীর ছেলে। আজ রবিবার ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বিষয় নিয়ে মনসুর আলীর সঙ্গে পাশের ৮নম্বর ওয়ার্ডের কোরাকান্দি গ্রামের নজরুল ইসলামের বিরোধ ছিল। এসব নিয়ে তাদের মধ্যে কয়েকবার মারামারি ও হামলার ঘটনা ঘটে। মিঠামইন থানায় দুই পক্ষেরই মামলা-মোকাদ্দমা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এলাকাবাসী জানায়, ভোরে স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মনসুর। কিছু দূর যেতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাবুল মিয়া নামে এক ব্যক্তি মনছুর আলীকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনিও জখম হন।

স্থানীয়রা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলী মারা যান। তবে আহত বাবুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখানে জিজ্ঞাসাবাদের দুজনকে আটক করে তারা।

কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন হাবলু জানান, দুপক্ষের মধ্যে স্থানীয় বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। নিহত মনসুর আলী ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানি জানান, পূর্ব শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে।