বাইডেনের শেষ প্রচারণায় লেডি গাগা
পোস্ট ডেস্ক : মার্কিন নির্বাচনের একদিন আগে শেষ প্রচারণা চালাচ্ছেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের প্রচার শিবির।
সোমবার সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে পেনিসিলভিয়ায় প্রচারণায় থাকবেন সংগীত তারকা লেডি গাগা। পাশাপাশি এ তারকাকে নিয়ে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে যাবেন জো বাইডেনের প্রচার শিবির।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দোদুল্যমান বা ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়ার পিটসবার্গে জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ভোটের আগের দিন র্যালিতে অংশ নেবেন লেডি গাগা। আর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের সঙ্গে ফিলাডেলফিয়ায় প্রচারে অংশ নেবেন জন লিজেন্ড।
লেডি গাগা রাজনীতিতে কোনও আগন্তুক নন। সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় এই তারকা তার অনুসারীদের ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর আগে ২০১৭ সালে যৌন হয়রানির বিরুদ্ধে জো বাইডেনের একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি।