মানুষের মস্তিষ্কে করোনার জীবাণু বাঁচতে পারে ১০ বছর
অক্সফোর্ডের টিকা প্রদান নভেম্বরে

Published: 5 November 2020

পোস্ট ডেস্ক : যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসে টিকা প্রদান নভেম্বরে শুরু হতে পারে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, নভেম্বরের শুরুতে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়ে দেশটির একটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে।


দ্য সান জানিয়েছে, লন্ডনের একটি হাসপাতালকে নভেম্বরের প্রথম সপ্তাহেই টিকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২ নভেম্বরে শুরু হওয়া সপ্তাহ থেকেই ব্রিটেনের সাধারণ নাগরিকদের উপর এই টিকার প্রয়োগ শুরু হতে পারে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে কোভিড টিকা তৈরির কাজ করছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বে টিকা তৈরির দৌড়ে সবচেয়ে আগে রয়েছে এই টিকা। পরীক্ষামূলক প্রয়োগের শেষ ধাপের কাজও চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, পরীক্ষামূলক প্রয়োগে প্রবীণদের ক্ষেত্রে অ্যান্টিবডি এবং টি-সেল তৈরিতে সবচেয়ে ভালো কাজ করছে বলে দাবি করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। তবে সাবধান করে বলা হয়েছে, এখনও নিরাপদ বলে প্রমাণিত হয়নি টিকাটি। খুব শিগগিরই বিজ্ঞান বিষয়ক জার্নালে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হবে।
অক্সফোর্ডের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের সময় ব্রিটেনে এক স্বেচ্ছাসেবীর অজানা রোগ দেখা দেওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে কয়েক দিন পরেই ফের চালু হয় ট্রায়াল। জুন মাসেই একটি রিপোর্টে উঠে এসেছিল, ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের উপর ভালো কাজ করছে অক্সফোর্ডের টিকা।
এদিকে মানুষের মস্তিষ্কে করোনাভাইরাসের জীবাণু ১০ বছর টিকে থাকতে পারে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ওই গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, প্রাণঘাতী এ ভাইরাস মানুষের মস্তিষ্কের কার্যকারিতা ৮ দশমিক ৫ শতাংশ ধ্বংস করে দেয় এবং নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি করে। খবর আরব নিউজের।
৮৪ হাজার ২৮৫ জনের ওপর সমীক্ষা চালিয়েছে ওই গবেষক দল। এতে দেখা গেছে, করোনা থেকে কয়েক সপ্তাহ বা মাস পর মুক্তি পেলেও এর প্রভাব রয়ে যায় রোগীর দেহে।
করোনা থেকে সেরে ওঠার পর অনেকের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এসব ক্ষেত্রে ধরে নিতে হবে তার মস্তিষ্কে এখনও ভাইরাসটির বসবাস। এর প্রভাব কী পর্যন্ত থাকবে তা নির্ধারণ করতে না পারলেও বিজ্ঞানীরা বলছেন সেরে ওঠার ১০ বছর পর্যন্ত এর প্রভার থাকতে পারে।