ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, ২ জনের প্রাণহানি
বিশেষ সংবাদদাতা : জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকায় আজ শনিবার ভোরে ট্রেন ও বাসের সংঘর্ষ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অন্যজন হাসপাতালে মারা গেছেন।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাজুলিয়া গ্রামের আকতার সরকারের ছেলে কামরুল সরকার, নেত্রকোনা জেলার মুন্সীপুর গ্রামের সামছুল হকের ছেলে মাসুদ, কামলা কান্দা গ্রামের মোস্তফা আলীর ছেলে মানিক মিয়া এবং নিজামপুর গ্রামের শাহ নেওয়াজের ছেলে হারুন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যাত্রী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জয়দেবপুর-রাজশাহী রেললাইনের নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টায় চিলহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওপরদিকে এন কে সিয়াম পরিবহন যাত্রীবাহী বাস নেত্রকোনা থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈরে আসে। কালিয়াকৈর উপজেলার বেগুনবাড়ি এলাকায় ইটখোলার লেবার নামিয়ে দিয়ে নেত্রকোণা যাওয়ার পথে উপজেলার সোনাখালী এলাকায় রেল সিগন্যাল পার হচ্ছিল। ওই সময় রেলগেট নামানো না থাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেন বাসটিকে সোনাখালী থেকে ভোঙ্গাবাড়ি পর্যন্ত নিয়ে যায়। এতে একজন নারী, একজন শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ওই দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস বাসটিকে রেললাইন থেকে সরিয়ে নিয়েছে।