যুক্তরাজ্যে ইট আউট টু হেল্প আউট এবং বাউন্সব্যাক লোন স্কীমের অর্থ জালিয়াতি গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার : ইট আউট টু হেল্প আউট এবং বাউন্সব্যাক লোন স্কীমের অর্থ নিয়ে জ্বালিয়াতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে লন্ডন এবং বার্মিংহ্যাম থেকে ৬ জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি।
ইট আউট টু হেল্প আউট এবং বাউন্সব্যাক লোনের অর্থ জ্বালিয়াত নিয়ে এই প্রথমবারের মতো গ্রেফতার করা হলো ৬ জনকে। এর আগে অবশ্য ফারলো স্কীমের অর্থ আত্মসাতের অভিযোগে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্টরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।তবে আটককৃতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এইচএমআরসি জানিয়েছে, গত আগষ্টে সরকারের ইট আউট টু হেল্প আউট স্কীম নিয়ে জ্বালিয়াতের সাথে সংশ্লিষ্ট সন্দেহে লন্ডন থেকে ৪৩, ৪৮ এবং ৩৭ বছর বয়সী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বাউন্সব্যাক লোনের প্রায় ১ লাখ ৪৫ হাজার পাউন্ড জ্বালিয়াতের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গত ৩০ অক্টোবর বার্মিংহ্যাম থেকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১ জনকে জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।