বাগদাদে সেনা চৌকিতে বন্দুকধারীদের তাণ্ডব, নিহত ১১
পোস্ট ডেস্ক : পশ্চিম বাগদাদে ইরাকি সেনা চৌকিতে হামলায় বন্দুকধারীরা হামালা চালিয়েছে।
এই ঘটনায় কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও সেনা সদস্যসহ আরো আট জন আহত হয়েছেন। সোমবার পুলিশ ও চিকিৎসকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নগরীর আল-রাদওয়ানিয়া এলাকায় চারটি গাড়িতে করে এসে বন্দুকধারীরা গ্রেনেড ও গুলি ছোড়া শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার এমন তথ্য নিশ্চিত করেছেন দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা।
ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে, একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সরকার-সমর্থিত সুন্নি মিলিশিয়াদের একটি পোস্টে হামলা করেছে। তারা বলছে, এই ঘটনায় চারজন নিহ হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলের চারপাশে অভিযান শুরু করেছে।
সিজিটিএনের এক প্রতিবেদনে বলা হয়, বাগদাদের পশ্চিমাঞ্চলে নজরদারির জন্য থাকা একটি হাশেদ বাহিনীর একটি টাওয়ারে আচমকা হামলা চালায় একদল জঙ্গি। তাদের বাধা দিতে গিয়ে হাশেদ বাহিনীর পাঁচজন সদস্যদের মৃত্যু হয়ে। ঘটনাটি দেখে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জঙ্গিদের মোকাবেলা করার চেষ্টা করলে তাঁদের মধ্যে ৬ জনকে হত্যা করে বন্দুকবাজের দল। হাসপাতালের এক কর্মকর্তাও ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আহত আট জনকে সেন্ট্রাল বাগদাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানিয়েছেন।