রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ শেষে গাড়ি ভাংচুর-আগুন

Published: 12 November 2020

বিশেষ সংবাদদাতা : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল শেষে একটি গাড়ি ভাংচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের বিপরীত পার্শ্বে আল-আরাফা ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে যুবদল নেতা গোলাম মাওলা শাহিন ও খন্দকার এনামুল হকের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ও পুরানা পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

তারা জানান, মিছিল শেষে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পার্শ্বে আল-আরাফা ইসলামী ব্যাংকের সামনে জাতীয় রাজস্ব বোর্ডের একটি সরকারি স্টাফ বাসে (ঢাকা মেট্রো-ঝ-১১-০৮৯৮) আগুন ধরিয়ে দেয় এবং গাড়ির জানালার কাচ ভেঙে ফেলে। পরে স্থানীয়ভাবে পানি দিয়ে গাড়ির আগুন নেভানো হয়।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।