মাছের দাম আড়াই লাখ টাকা
বিশেষ সংবাদদাতা, ঢাকা : বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরাপরা একটি ভোল মাছ বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়।
শনিবার দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের সগির হোসেনের আড়ৎ থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য পাইকার। সাড়ে ৪ লাখ টাকা মণ দরে ২২ কেজি ওজনের ভোল মাছটির দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫শ’ টাকা।
আড়ৎদার সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার পাথরঘাটা বাজারে মাছটি নিয়ে আসেন। খোলা বাজারে ডাকের মাধ্যমে মৎস্য পাইকার ইউসুফ মিয়া ৪ লাখ ৫০ হাজার টাকা মণ হিসেবে মাছটি কিনে নিয়েছেন।
পাইকার ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে ভোল মাছের ব্যাপক চাহিদা রয়েছে। মূলত এই মাছের পেটের ভিতরের বালিশের চাহিদা অনেক বেশি। বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকে।