অক্সফোর্ডের ভ্যাকসিন ৭০ ভাগ কার্যকর
পোস্ট ডেস্ক : অক্সফোর্ড ইউনির্ভাসিটির তৈরি করোনাভাইরাসের টিকা ৭০ শতাংশ কার্যকর। সোমবার সবশেষ পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বিষয়টি জানিয়েছে যৌথভাবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।
ফাইজার ও মডার্না যখন দাবি করছে তাদের তৈরি ভ্যাকসিনের সাফল্য এক্ষেত্রে ৯৫%, তখন এই খবরটিকে একই সঙ্গে সাফল্যের ও হতাশার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্য টিকার তুলনায় অক্সফোর্ডের টিকাটি হবে অনেক সস্তা, সংরক্ষণ এবং দুনিয়ার প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দেয়া হবে অপেক্ষাকৃত সহজ।
আর অক্সফোর্ডের টিকা নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে মহামারী করোনা থেকে বিশ্ববাসীর জীবন বাঁচাতে দ্রুতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত প্রায় ১০ মাস ধরে অক্সফোর্ডের গবেষকরা এ টিকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।