বাংলাদেশী শামসুল হত্যাকারীদের সাজা কমাল ইতালির আদালত

Published: 2 December 2020

পোস্ট ডেস্ক : ইতালির মিলানে বাংলাদেশি ওয়েটার শামসুল হক স্বপনকে হত্যাকারী দু’ব্যক্তির শাস্তি কমিয়ে দিয়েছে আদালত।

মরক্কোর ওই দুই ব্যক্তিকে এর আগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। মঙ্গলবার মিলানের আপিল কোর্ট সেই শাস্তি লাঘব করে ৩০ বছরের জেল দিয়েছে। অভিযুক্ত দু’ব্যক্তি মরক্কোর। তারা হলো আবদেল নাছেমি আমাস (৩০) এবং সাদ ওটমানি (৩২)। তারা ২০১৮ সালের ২৬ শে এপ্রিল রাতে মিলানের এক রাস্তায় ডাকাতি করছিল। এ সময় সিনিসেলো বলসামো এলাকায় দু’টি ডাকাতি করে তারা। বিদেশি দুই নারীর কাছে থাকা মোবাইল ফোনসহ সব কেড়ে নেয়।

তাদেরকে ছুরিকাঘাত করে। এ ঘটনা দেখে ফেলার পর মিলান কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে তারা হত্যা করে শামসুল হক স্বপনকে। এ খবর দিয়েছে ইতালির অনলাইন এএনএসএ। এতে বলা হয়, আপিল কোর্টের বিচারক ওই অভিযুক্ত দু’জনের শাস্তি লাঘব করেছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার জন্য। ওটমানির আইনজীবী আদালতে বলেছেন, ঘটনার সময় তার মক্কেল শক্তিশালী বেনজোডিয়াজেপিন সেবন করতেন। কারাগারে অবস্থান করে তিনি যে আয় করেন তা থেকে প্রতি মাসে ভিকটিমদের পরিবারকে ১০০ ইউরো করে শোধ করেন।

উল্লেখ্য, মরক্কোর ওই দুই যুবক সিনিসেলো বলসামোতে পেরুর এক ব্যক্তির ওপরও হামলা চালায়। তারা তার সব কিছু কেড়ে নেয়। একজন গৃহহীন মানুষকে হত্যার চেষ্টা করে। ফলে তাদের বিরুদ্ধে ডাকাতি, একজন মার্কিন যুবতী ও এক বৃটিশ যুবতীর ওপর মারাত্মক হামলার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, তারা বাংলাদেশের স্বপনকে বুকে ছুরিকাঘাত করেছে। হতে পারে সেটা কোনো ছুরি দিয়ে অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে। এভাবে তাকে হত্যা করার কারণ, তিনি ওই দুই নারীর ওপর হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে।