বড়লেখা উপজেলা বিএনপি’র সম্মেলন চলছে

Published: 6 December 2020

সিলেট অফিস : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা বিএনপি’র সম্মেলন উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১ টায় জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের উপস্থিতিতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম. নাসের রহমান।


পরে কর্মী সমাবেশ জেলা বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠুর সভাপতিত্বে শুরু হয়েছে।

উপস্থিত রয়েছেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আব্দুল মুুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুকিত বখতসহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান।
এদিকে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।