তরুণদের সাহস জোগানোর চেষ্টা করবেন কোহলি
পোস্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভরাডুবি হয়েছে ভারতের।
অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউট হয়ে জুটেছে লজ্জার রেকর্ড। প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসার কথা অধিনায়ক বিরাট কোহলির। শোনা যাচ্ছে, পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরার বিমান ধরার আগে কোহলি নাকি দলের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন।
কোহলির অনুপস্থিতিতে বাকি ৩ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। তার আগে কোহলি তার ‘ভোকাল টনিক’ ব্যবহার করে দেখতে চান। অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের টেস্টে বিধ্বস্ত হওয়ার পর সতীর্থদের মানসিক ভাবে উদ্দীপ্ত করাই এই বৈঠকের লক্ষ্য বলে জানা গেছে। একইসঙ্গে অ্যাডিলেডে ব্যাটসম্যানদের ভরাডুবির নিয়ে প্রশ্ন তুলবেন এবং তরুণদের সাহস জোগানোর চেষ্টাও করবেন।
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে। পৃথ্বী শ’র পরিবর্তে শোনা যাচ্ছে শুভমন গিলের নাম। বিরাট কোহলির জায়গায় সম্ভবত লোকেশ রাহুলকে ভাবা হচ্ছে। রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় পৌঁছলেও কোয়ারেন্টিনে আছেন। তৃতীয় টেস্ট থেকে তাকে পাওয়া যাবে। চোট পাওয়া মোহাম্মদ শামির জায়গায় সুযোগ পেতে পারেন মোহাম্মদ সিরাজ। ঋদ্ধিমান সাহার জায়গায় ঋষভ পন্থ অনেকটাই নিশ্চিত।