জগন্নাথপুরে হাজার হাজার নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত সামাদ পুত্র ডন
জগন্নাথপুর প্রতিনিধি : আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হওয়ার প্রথম জগন্নাথপুরে এসেই নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হলেন প্রয়াত জাতীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ পুত্র আজিজুস সামাদ আজাদ ডন।
আজ মঙ্গলবার জগন্নাথপুর আওয়ামীলীগ কার্যালয় ও চিলাউড়া বাজারে পৌছালে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, এছাড়াও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রিয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।