বড়লেখায় ১০টি কেন্দ্রের ৬ টি’তে নৌকা এগিয়ে
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখা পৌরসভায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ইভিএম পদ্ধতিতে সোমবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মোট ৯টি কেন্দ্রের ৬টিতে নৌকার মেয়রপ্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী স্বতন্ত্র মেয়রপ্রার্থী আনোয়ারুল ইসলামের চেয়ে প্রায় ২৪৯৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বড়লেখা সরকারী কলেজ কেন্দ্রে আ’লীগ প্রার্থীর প্রাপ্ত ভোট ৭৪৯, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৪২১ ভোট। বড়লেখা মডেল স্কুল কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ৫৮৫, স্বতন্ত্র ২৬৮। নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক স্কুল কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ৬৫৯, স্বতন্ত্র ২১৫। পাথারিয়া ছোটলেখা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ১৩৭৭, স্বতন্ত্র ৯৭, হিনাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৌকার প্রাপ্ত ভোট ২৬৮, স্বতন্ত্র ২২৫ ভোট। এবাদুর রহমান টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ৩০৪ এবং স্বতন্ত্র প্রাপ্ত ভোট ২২২।