হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবকের নাম তানভীর মিয়া (২০) সে বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে ৯ জানুয়ারী সন্ধ্যা ৭টায় উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের খলিয়া বাড়ির সামনে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়া ও মোহাম্মদ আলীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ২০১৯ সালে মোহাম্মদ আলীর পিতা আমীর আলীকে মোন্তাজ মিয়ার লোকজন হত্যা করে। ওই হত্যা মামলায় নিহত তানভীরের পিতা মোন্তাজ মিয়া আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। ৮ জানুয়ারি শুক্রবার মোন্তাজ মিয়ার লোকজন মোহাম্মদ আলীকে হামলা করে আহত করে। ৯ জানুয়ারি শনিবার সাড়ে ১২টায় মোন্তাজের ভাতিজা ফরহাদকে মোহাম্মদ আলীর লোকজন হামলা করে আহত করে। এ নিয়ে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছিল।
এরই মধ্যে পলাতক থাকা মোন্তাজ ও তার লোকজন ৯ জানুয়ারি গ্রামে প্রবেশ করায় দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা ৭টায় মোন্তাজ মিয়ার বাড়ির সামনে মোহাম্মদ আলীর লোকজন মোন্তাজ মিয়ার ছেলে তানভীরকে আক্রমণ করে এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জহম করে পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাতেই বানিয়াচং থানায় নিয়ে আসে।
বানিয়াচং থানা ওসি মো. এমরান হোসেন নিহত হওয়ার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে এসেছে।