জুড়ীতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর

Published: 23 January 2021

জুড়ী প্রতিনিধি : মুজিব শত বর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩শে জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের সাথে সাথে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ৭ টি পরিবার কে গৃহের মালিকানা হস্তান্তর করা হয়।

উপজেলা সভাকক্ষে আয়োজিত গৃহের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান,জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সমরজিৎ সিংহ,পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:তাজুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালিক প্রমুখ।

সরেজমিনে গিয়ে দেখা যায়,জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের রিতা রাণী বিশ্বাসের স্বামী তাঁকে ছেড়ে আরেকটি বিবাহ করে অনত্র চলে যায়।স্বামী ছেড়ে যাওয়ার পর স্বামী পরিত্যাক্তা রিতা তাঁর দুই মেয়ে নিয়ে জীবনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন।নিজের জমি ও ঘর না থাকায় রিতা ভাইয়ের বাড়িতে কোনমতে কুঁড়েঘর তৈরি করে অতি কষ্টে বসবাস করে আসছিল।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার উপহার আধা পাকা ঘর পেয়ে রিতার চোখে মুখে এখন শুধুই আনন্দের ছায়া।প্রধানমন্ত্রীর দেওয়া মাথাগোঁজার ঠাঁই পেয়ে রিতা রানী বিশ্বাস প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, এই প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেড রুম,টয়লেট,রান্নাঘর, ও একটি বারান্দা।

উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম সকালের সময়কে বলেন, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজের সময়কালে এটা আমার বড় সৌভাগ্য যে সমাজের এমন প্রান্তিক মানুষদের জন্য মাথা গোঁজার ঠাই করে দেয়ার মহতী কাজটি বাস্তবায়নের প্রত্যক্ষ সুযোগ পেয়েছি। আর সে সুযোগ তৈরি করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি