জুড়ীর সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টার আর নেই

Published: 26 January 2021

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নজমুল ইসলাম মাস্টার আর নেই।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ঘটিকায় মৌলভীবাজার আলহামরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্নীয়-স্বজন রেখে যান। বুধবার সকাল ১১টায় জায়ফরনগর হযরত শাহ খাকী (রঃ) ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্তানে লাশ দাফন করা হবে।
জনাব নজমুল ইসলাম মাস্টার জুড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীণ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। জায়ফরনগর ইসলামীয়া মহিলা মাদ্রাসা, হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া মাদ্রাসা, কালীনগর বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আব্দুন নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোগতেরা কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনে ব্যাপক ভূমিকা পালন করেন। হযরত শাহ গরীব খাকী (রঃ) ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ, জায়ফরনগর ইসলামীয়া মহিলা মাদ্রাসা ও হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং পশ্চিম ভোগতেরা জামে মসজিদের মুতাওয়াল্লী ছিলেন।
তিনি জুড়ী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন। ৩১.৭.২০১১ থেকে ৩১.৭.২০১৬ সাল পর্যন্ত জায়ফরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মকালে এ ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
উনার মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক ভাবে জায়ফরনগর ইউনিয়ন পরিষদে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে অনুষ্টিত সভায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।