বড়লেখায় বসত বাড়িতে হামলা-ভাংচুর

Published: 31 January 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন অঞ্জনা রাণী কর নামক দরিদ্র গৃহীনির বসতঘর ভাংচুর ও হামলা চালিয়ে তার স্বামী ও ছেলেকে পিটিয়ে আহত করেছে।

এ ঘটনায় থানায় অভিযোগ করায় বিবাদীরা বাদীপক্ষের লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার পানিধার এলাকার বাসিন্দা দরিদ্র গৃহীনি অঞ্জনা রাণী করকে গত ২৪ জানুয়ারী তুচ্ছ ঘটনায় অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবেশি শ্যামল কর। প্রতিবাদ করায় সে সঙ্গবদ্ধভাবে দা, লাঠিসোটা নিয়ে অঞ্জনা রাণী করের বসতঘর ভাংচুর করে। এসময় তাদের হামলায় গৃহীনির স্বামী গণেশ রাম কর ও ছেলে মোহন রাম কর আহত হন। এ ঘটনায় অঞ্জনা রাণী কর হামলাকারী শ্যামল কর, কান্ত রাম কর, সমর কর, অমর কর, দিলিপ কর, পলাশ কর প্রমুখ প্রতিপক্ষের ১৩ ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী অঞ্জনা রাণী কর জানান, বসতঘর ভাংচুর, স্বামী ও ছেলেকে পিটিয়ে জখম করার ঘটনায় তিনি থানায় অভিযোগ দেয়ায় আসামী কান্ত রাম কর, পলাশ কর, সুজন কর ও সবুজ কর প্রতিনিয়ত তাকে ও ঘটনার স্বাক্ষীদের হুমকি-ধমকি দিচ্ছে। শুক্রবার বিকেলেও বাড়িতে গিয়ে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে অভিযোগ না তুললে সবাইকে পিটিয়ে হত্যার হুমকি দিয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এসআই আতাউর রহমান শনিবার সন্ধ্যায় জানান, এব্যাপারে থানায় বাদী-বিবাদীদের পাল্লাপাল্টি অভিযোগ রয়েছে। তিনি সরেজমিনে অঞ্জনা রাণীর অভিযোগ তদন্ত করেছেন। রোববার আদালতে অভিযোগসহ প্রাথমিক প্রতিবেদন জমা দিবেন।