শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন -মিছবাহুর রহমান
জুডী প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান বলেছেন, বিশ্ব ব্যাংক মিথ্যা অপবাদ দিয়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন।
গ
এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরা পারি। তিনি মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক তাঁকে প্রদত্ত সংবর্ধনা ও ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্স উদ্ধোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হবার দুই মাসে হাজার হাজার সহযোগিতার আবেদন জমা হয়েছে। আমি নিয়মের বাহিরে যেতে পারবনা। সকলকে নিয়ম মানতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। তিনি আরও বলেন, জুড়ী বড়লেখার মানুষের একটি সুখবর আছে।মাননীয় পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী জুড়ী-বড়লেখা উপজেলায় টিউবওয়েল ও স্ট্রীট লাইট স্থাপনের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। এছাড়া সরকার থেকে যা বরাদ্ধ পাওয়া যায়, তা ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে সমবন্টন করা হবে। তাই ব্যক্তিগত ভাবে কোন আবেদন না করে পরিষদের মাধ্যমে সমন্বিত ভাবে অগ্রাধিকার ভিত্তিক তালিকা দিলে কাজ সহজ হবে। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্রশংসা করে তিনি বলেন, এলজিএসপির টাকায় অ্যাম্বুলেন্স কেনাটা হচ্ছে একটা কাজের কাজ। মানুষের জন্য কাজ করতে হবে। আমি কথায় কাজী নয়, কাজে কাজী হতে চাই। ভাল কাজ করতে পারলে সংবর্ধনা দিবেন, কাজের আগে কোন সংবর্ধনা নেই। মনে রাখবেন, আল্লাহ না চাইলে কেহ কাউকে কিছু দিতে পারবেনা। আর আল্লাহ কাউকে কিছু দিলে কেহ আটকাতে পারবেনা। তাই আসুন সবাই মিলে ভবিষ্যতের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে রেখে যাই।
ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান , মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ জাকারিয়া, পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আাহমদ, গোয়ালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া,জাকির আহমদ কালা, জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান খোকন,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ বদরুল ইসলাম, শাহআলম,গণমাধ্যমকর্মী সায়েম জাফর ইমামী,আওয়ামীলীগনেতা আব্দুল লতিফ, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা,শিক্ষা ও পাটাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল,জুড়ী টি এন খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্টানে ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জাতীয় পার্টি নেতা আনোয়ারুল হক আনু। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মিলাদ চৌধুরী।
সভার শুরুতে ফিতা কেটে ইউনিয়ন পরিষদের এম্বুলেন্স শুভ উদ্বোধন করেন।




