মোটর সাইকেল চাপায় নারীর মৃত্যু!
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল চাপায় জাহানারা বেগম (৩০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। তবে জাহানারার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আজমিরীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম পশ্চিমবাগ গ্রামের আব্দুল আহাদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, নিজ গ্রাম পশ্চিমবাগ থেকে বানিয়াচংয়ে আত্মীয়ের বাড়িতে আসার জন্য হেঁটে রওনা দেন জাহানারা বেগম। পথিমধ্যে তিনি সড়কের আঞ্জন নামক স্থানে পৌঁছলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে পড়ে যান।
তাৎক্ষণিক পেছন থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেল ওই পথচারীকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড়ভাই আব্দুল আজিজ দাবি করেন, এটা একটি পরিকল্পিত হত্যা। পশ্চিমবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া ও আজিজুল মিয়ার ছেলে সোয়েব মিয়া ইচ্ছাকৃতভাবে জাহানারাকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেছে। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা।




