ব্রিটেনে ‘দ্বীন টিভি’র যাত্রা শুরু

Published: 24 February 2021

পোস্ট ডেস্ক : ব্রিটেন এবং ইউরোপের বাংলা ভাষাভাষীদের কাছে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার থেকে যাত্রা শুরু করলো আরেকটি স্যাটেলাইট টেলিভিশন ‘দ্বীন টিভি’। যেটি এখন থেকে চ্যানেল নাম্বার ‘SKY 783’-এ দেখা যাচ্ছে।

বাংলাদেশের বিভিন্ন জেলার ওলামায়ে কেরাম এবং গুণীজনদের উপস্থিতিতে গত ৮ই ফেব্রুয়ারি মৌলভীবাজারের বরুণা মাদরাসার কনফারেন্স হলে ‘দ্বীন টিভি’র শুভ সূচনা করেন, যেখানে অনেকের সাথে আরও উপস্থিত ছিলেন মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ওলীউর রহমান বর্ণভী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা আবদুস সবুর, কবি ও ইতিহাস বিশ্লেষক মাওলানা মুসা আল হাফিজ, বার্তা২৪.কম-এর বিভাগীয় প্রধান মুফতি এনায়েতুল্লাহ ও টেলিভিশনের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানীসহ আলেম-উলামা, গণমাধ্যমকর্মী ও ইসলামি স্কলারসহ আরোও অনেকে।

‘দ্বীন টিভি’র প্রতিষ্ঠাতা মাওলানা শেখ বদরুল আলম হামিদী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার প্রিন্সিপাল এবং ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন আলোচক। দ্বীন টিভি সম্পর্কে তিনি বলেন, ‘দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আমি মিডিয়ায় কাজ করে আসছি। বিভিন্ন সময় আমার বন্ধুমহল, আপনজন একটি ইসলামি মিডিয়া প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা দিয়ে আসছিলেন। তাছাড়া আমি খুব নিবিড়ভাবে একটি টেলিভিশন চ্যানেলে ছয় বছরের বেশি সময় কাজ করার পর বিভিন্ন কারণে সেখান থেকে চলে আসি। তখন থেকেই ইচ্ছা ছিল একটি চ্যানেল প্রতিষ্ঠার।

তিনি আরও জানান যে, ‘ইন্তেকালের আগে আমি আমার আব্বাজান (রহ.)-এর সঙ্গে এই বিষয়টি নিয়ে পরামর্শ করি। তিনিও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন, আর এভাবেই শুরু হয় আমার এই চ্যানেলটি নিয়ে পূর্ণাঙ্গ যাত্রা শুরু করার। আশা করি আপনাদের সবার সমর্থন, দোয়া এবং ভালোবাসায় ভবিষ্যৎ পথচলা সুগম হবে।’