জুড়ী উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক কমিটির অনুমোদন

Published: 28 February 2021

বড়লেখা প্রতিনিধি : জুড়ী উপজেলা জাতীয় যুবসংহতির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন সাঈদী।

শুক্রবার সন্ধ্যায় তাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জেলা জাতীয় যুবসংহতি।

অনুমোদিত কমিটিতে আব্দুস সালাম তোতাকে আহ্বায়ক, জাহাঙ্গীর আলম, জাকির আহমদ, সালাউদ্দিন আহমদকে যুগ্ম-আহ্বায়ক, শামীম আহমদকে সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন আল আমীন তালুকদার, সৈয়দ দেলোয়ার হোসেন দোলন, সিরাজুল ইসলাম, ডালিম মিয়া, জিয়াদ মিয়া, মাসুক মিয়া, আমির আলী, নাজির আহমদ, ইকবাল হোসেন, সালমান আহমদ, আব্দুল মালেক, গিয়াস উদ্দিন, ময়না মিয়া, আরিফুল ইসলাম, রাসেল আহমদ, এমাদুর রহমান, ময়না মিয়া, লিয়াকত আলী, আমির হোসেন, ফারুক আহমদ, আসিক উদ্দিন, মোমিন ইসলাম, জুয়েল আহমদ, সুদর্শন চাষা, সুজন মিয়া, ইয়াসিন মিয়া।