জুড়ীতে নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জুড়ী অফিস-“শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা”শ্লোগানে “করোনা কালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্য বিষয়ের উপর মৌলভীবাজারের জুড়ীতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান এঁর সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা সুজাউদ্দৌলার উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল আমিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মনতোষ কুমার দেবনাথ, পঃজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম।
নারী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত জুড়ী রেন্জ এর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আলাউদ্দিন, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জুড়ী থানার প্রতিনিধি এস আই আব্দুল মন্নান,শাহ খাকী(রঃ) ইসলামীয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাঃ ইয়াকুব আলী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,বিজিবি লাটিটিলা কোম্পানি কমান্ডার হারুনুর রশিদ, ফুলতলা কোম্পানি কমান্ডার মশিউর রহমান, উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ কবির উদ্দিন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী গৌছ উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম আরিফ বিল্লাহ। সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
পরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান এঁর সভাপতিত্বে সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্হিত ছিলেন পুর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, সাগরনাল ইউপির প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম জুনেদ,ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ,ভোরের কাগজ, জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন প্রমূখ।
সদস্যদের মধ্যে বেশিরভাগ সদস্য আইনশৃঙ্খলা পরিস্হিতি মোটামুটি ভালো বলেন।তবে ইদানিং জুড়ীতে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করিলে সভার সভাপতি জুড়ী থানা পুলিশ কে সকল চেয়ারম্যানদের নিয়ে এ ব্যাপারে আলোচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার পরামর্শ দেন।