বড়লেখায় এক কেজি গাজাসহ গ্রেফতার ১

Published: 15 March 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ সোমবার সকালে ১ কেজি গাজাসহ কলিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

তিনি কেছরীগুল গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে। বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে থানার এসআই আবু সাইদের নেতৃত্বে কলিম উদ্দিনের বসতঘরে পুলিশ তল্লাসী চালিয়ে ১ কেজি গাজা উদ্ধার করে। এসময় তাকে গ্রেফতার করা হয়।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গাজাসহ গ্রেফতার ব্যক্তিকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।