বড়লেখায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

Published: 25 March 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, পল্লীবিদ্যুত সমিতির ডিজিএম এমাজুদ্দিন সরদার, থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায় প্রমুখ।