জুড়ীতে পুলিশের মাস্ক বিতরণ ও প্রশাসনের জরিমানা আদায়

Published: 25 March 2021

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে মাস্ক ব্যবহার না করায় ভবানীগঞ্জ বাজার স্কুল চৌমোহনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি যাদের মুখে মাস্ক নাই,তাদের মাঝে মাস্ক বিতরণ করেছে থানা পুলিশ।

জানা যায়, ২৬৯, ১৮৮ ধারা মোতাবেক এগারটি মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম মোট ৪৪০০/ টাকা জরিমানা আদায় করেন।
মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( কুলাউড়া) সাদেক কাওছার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, পঃজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু,জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, আওয়ামীলীগ নেতা সিবেন সিংহ,সংবাদকর্মী জাফর ইমামী সায়েম, ফয়ছল মাহমুদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও জুড়ী থানার পুলিশ সদস্য এবং ডিবি পুলিশের একটি দল উপস্হিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের ২য় ঢেউ আমাদের দেশে দিন দিন দ্রুত ছড়িয়ে পড়ছে। সচেতনতার মাধ্যমে আমরা সকলের সহযোগিতায় এ দুর্যোগ মোকাবেলা করতে হবে।