জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

Published: 26 March 2021

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় ও উপজেলা নিবার্হী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

এ সময় বক্তব্য রাখেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি জুবায়ের হাসান জেবলু, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোতোষ কুমার দেবনাথ,পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর,পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদস্য ছিদ্দিকুর রহমান সুমন,ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা,উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ কবির উদ্দিন, ছাত্রলীগ নেতা তাপস দাস প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করার এখনই উপযুক্ত সময়। বঙ্গবন্ধু আজীবন অবহেলিত মানুষের পক্ষে কাজ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,কৃষক লীগ, ছাত্রলীগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ,তৈমুছআলী স্মৃতি পরিষদ,জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়।

সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সীমিত আকারে শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।