হাজার বছরের পুরোনো কোরআনের কপি লন্ডনের নিলাম প্রতিষ্ঠান সোথব‘র ক্রয়
পোস্ট ডেস্ক : পবিত্র কোরআনের প্রাচীন কিছু কপি ও পাণ্ডুলিপি বিক্রয় করেছে তুরস্কের ইস্তাম্বুল নগর ও পৌরসভা বিভাগ।
লন্ডনের নিলাম প্রতিষ্ঠান সোথবি তা ক্রয় করে। তবে প্রাচীন সামগ্রিগুলোর নিলাম মূল্য জানানো হয়নি।
বিক্রিত সামগ্রির মধ্যে আছে অটোমান সম্রাজ্যের দীর্ঘকালের সুলতান প্রথম সুলাইমানের দুর্লভ প্রতিকৃতি। তিনি ১৫২০ সাল থেকে ১৫৬৬ সাল পর্যন্ত অটোমান সম্রাজ্য শাসন করেন।
বিক্রয়ের খবর জানিয়ে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামালু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, অমূল্য গ্রন্থ পবিত্র কোরআনের ৯ কপি ও কিছু প্রাচীন পাণ্ডুলিপি আমরা আজ নিলামে বিক্রি করেছি।
বিক্রিত সামগ্রিতে আছে, পবিত্র কোরআনের পাঁচটি সুরা লিখিত সাত শ বছরের পুরোনো কিছু পৃষ্ঠা, সুরা মায়েদা লিখিত ১১ শ বছরের পুরোনো একটি কপি, সুরা জুখরুফ লিখিত ১২ শ বছরের পুরোনো কপি। এছাড়াও জালালুদ্দিন রুমি লিখিত মসনবি, রুমির ছোট সন্তান বাহাউদ্দিন মুহাম্মাদ ই ওয়ালাদ লিখিত ইবতিদা নামাও বিক্রি করা হয়।
যুক্তরাজ্যের নিলাম প্রতিষ্ঠান সোথবাই আয়োজিত ‘আর্টস অব দি ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া’ শীর্ষক এক বৃহত্তর প্রোগ্রামে নিলামটি সম্পন্ন হয়।
সূত্র : ডেইলি সাবাহ