সৌদি আরবে রোজা শুরু মঙ্গলবার

Published: 12 April 2021

পোস্ট ডেস্ক : সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হবে আগামীকাল মঙ্গলবার।

শনিবার (১০ এপ্রিল) দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে সৌদিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এ খবর জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ওইদিন দেশটির কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ দেখা কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখার কোনো তথ্য তাদের কাছে আসেনি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে।