রোজাদারের একফোঁটা পানি

Published: 13 April 2021

– শফি আহমেদ –

মাহে রমজানে
বেলা শেষে গোধুলী পাড়ে।
দোর খোলা দিগন্তে ফিরদাউসের
আলোয় জ্বলা সুরমা চূড়ায় বুঝি
সন্ধ্যাতারা একঝলক বেহেস্তী চুমকি।
এমন মোক্ষম ক্ষণে কি মনে করি
ফিরে তাকালে সজনী।

ধেয়ে আসে সাঁঝ বেলা
ঝরা ফুলের অফুরান লালিমা মাখি।
আলতো কমল রঙে ধ্রুপদী বিভঙ্গে
সেজে ফুটে সন্ধ্যামালতী
দেখি তোমার পুণ্য ললাটখানি।

এমন মায়াবী আলোয় সাজি
পড়ন্ত বেলায় এলে তুমি হাত ভরি।
শিশির লয়ে কিশলয়ে সে
কোন কাননে ফুটেছিল এই প্রভাতী
ভোর প্রাতে শীধুভরা ফুল গোলাপী?

এ কী মহুয়া মধুমাখা পাঁপড়ি
উজাড় করি শিশির দিলে ঢালি
রোজাদারের পেয়ালা ভরি?
ইফতারে এতো মধুর লাগে
একফোঁটা পানি!